ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। ডোমেইন নাম ক্লাইন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।
একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম।
প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়।
এছাড়া এক বা একাধিক কমপিউটার কে ইন্টারনেট এ চেনার জন্যও ডোমেইন নাম ব্যবহার করা হয়।
প্রথম বাণিজ্যিক ডোমেন নাম হল Symbolics.com যা ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স ১৫ মার্চ ১৯৮৫ তারিখে TLD com তে নিবন্ধন করে। ডিসেম্বর ২০০৯ সালে প্রায় ১৯০ মিলিয়ন ডোমেইন নেম নিবন্ধিত হয়।
আপনার কোম্পানির বা অর্গানাইজেশন এর জন্য ডোমেইন খুজছেন?
রিলায়েবল সোর্স পাচ্ছেন না?
টেকাবাইট সল্যুশন দিচ্ছে এর থেকে পরিত্রাণ।
আমাদের সকল ডোমেইন, রেজিস্ট্রি থেকে সরাসরি ফুল কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন, সাথে পাচ্ছেন মেইল ফরয়ার্ড, প্রাইভেসি প্রোটেকশন, অন্য কেউ আপনার ডোমেইন যাতে চুরি করতে না পারে সেজন্য রেজিস্ট্রি লক, সিকিউরড কোড যা দিয়ে শুধু মাত্র আপনি অন্য কোম্পানি থেকে আমাদের কাছে ট্রান্সফার করতে পারবেন, এবং আমাদের থেকেও অন্য রেজিস্ট্রিতে ট্রান্সফার করতে পারবেন।
টেকাবাইটের কাছে রয়েছে প্রায় ৫০০ এরো বেশি ডোমেইন এক্সটেনশন, যা থেকে সহজেই আপনি আপনার কোম্পানির নামে ডোমেইন খুজে পেতে যেমন সুবিধা হবে, তেমনি সকল সুবিধা পাবেন পেমেন্ট এও।
টেকাবাইট এর ডোমেইন সম্পর্কে জানতেঃ
https://techabyte.xyz/domain-registration/
অন্য কোম্পানি থেকে আমাদের এখানে ডোমেইন ট্রান্সফার করতেঃ
https://techabyte.xyz/domain-name-transfer/
আমাদের ডোমেইন প্রাইসিং জানতেঃ
https://techabyte.xyz/domain-pricing/
ডোমেইন অর্ডার করতেঃ
https://secure.techabyte.xyz/cart.php?a=add&domain=register
মেসেঞ্জারে আমাদের সাথে কথা বলতেঃ
https://m.me/techabytexyz