What is DNS? | DNS কি?

What is DNS? | DNS কি?

ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) ডোমেইন নেমের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য রাখার একটি ব্যবস্থা। এটি মূলত ফোন বুকের মত কাজ করে।

এটি সাধারণ মানুষের বোধগম্য কম্পিউটারের হোস্টনেম যেমন  example.com কে কম্পিউটারের উপযোগী আইপি এড্রেসে যেমন 208.77.188.166 রুপান্তর করে দেয়, যার মাধ্যমে নেটওয়ার্কিং যন্ত্রাংশগুলি তথ্য বিনিময় করে থাকে।

এছাড়া ডিএনএস অন্যান্য তথ্যও রাখে, যেমন মেইল সার্ভারের তালিকা ইত্যাদি। ডিএনএস কিওয়ার্ড ভিত্তিক পুননির্দেশনা ব্যবস্থা পালন করে।

বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় ডিএনএস একটি অবিচ্ছেদ্য অংশ।

TechAByte Solutions আপনাদের DNS কনফিগারেশন করার জন্য সকল সুবিধা দিয়ে আসছে। আপনি খুব সহজেই টেকাবাইটের ক্লায়েন্ট পোর্টাল/ এরিয়া থেকে ডোমেইন ম্যানেজার এর DNS অপশন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন কয়েক ক্লিকেই।

আমাদের ডোমেইন প্রাইসিং জানতেঃ এখানে ক্লিক করুন 

হোস্টিং সম্পর্কে জানতেঃ এখানে ক্লিক করুন 

আমাদের অফার গুলো সম্পর্কে জানতেঃ এখানে ক্লিক করুন

লেখাঃ Chayan Molla

Related Posts
Image link
Hi! Welcome.
Some of our links might not be open as our website is still in development.
PLEASE accept Our Apology